ক্যাসিনোবিরোধী অভিযানকালে গ্রেপ্তার বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীম গত তিন বছরে চার দফায় এক বছরের বেশি সময় হাসপাতালে আছেন। সর্বশেষ গত ২৫ আগস্ট তাঁকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গত মঙ্গলবার ও গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতালের পুরোনো ভবনের তৃতীয় তলার কেবিন ব্লকের শীতাতপনিয়ন্ত্রিত একটি কক্ষে আছেন তিনি। দরজায় কড়া নাড়ার পর ভেতর থেকে দুজন কারারক্ষী বলেন, তিনি বিশ্রাম নিচ্ছেন। এ সময় তাঁকে একটি চেয়ারে বসে থাকতে দেখা গেছে।
অথচ হাসপাতাল ঘুরে দেখা গেছে, স্ট্রোক থেকে শুরু করে ক্যানসার, হৃদ্রোগীরা আসন বা কেবিন না পেয়ে ওয়ার্ডের বাইরে, মেঝেতে, বারান্দায় কষ্ট করে চিকিৎসা নিচ্ছেন।
কেন একজন আসামিকে বারবার হাসপাতালে আনা হচ্ছে, আমি বিষয়টির খোঁজ নেব।
আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী