প্রেস বিজ্ঞপ্তি : রাজধানী ঢাকা থেকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ''বারকো এডভারটাইজিং'' দীর্ঘদিন ধরে খবর প্রকাশ ও বিজ্ঞাপন প্রকাশ এর কাজ করে আসছে। প্রতিষ্ঠান টি প্রতিনিয়ত দেশের সকল আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকায় বিভিন্ন ধরনের খবর ও বিজ্ঞাপন প্রকাশ করে গ্রাহকের আস্থার জায়গা তৈরী করে নিয়েছে। সকল প্রকার ব্যবসায়ীক খরব ও পত্রিকা বিজ্ঞাপন প্রকাশ সহ সামগ্রিক পি.আর - এর ক্ষেত্রে দ্রুততম ও ন্যায্যমূল্য সেবা প্রদানের ক্ষেত্রে বারকো এডভারটাইজিং তার নিজস্ব অবস্থান ধরে রেখে কাজ করে যাচ্ছে।
যেকোন ধরনের খবর তৈরী, খবর প্রকাশ, বিজ্ঞাপন তৈরী ও বিজ্ঞাপন প্রকাশ, পি.আর সেবা প্রদান সহ এডভারটাইজিং এজেন্সী হিসেবে নিজেদের সেবার মান প্রতিনিয়ত উত্তরোত্তর উৎকর্ষতার সাথে বৃদ্ধির প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
যেকোন ধরনের খবর প্রকাশ ও বিজ্ঞাপন প্রকাশ এর জন্য নি:সংকোচে ক্লায়েন্টরা আমাদের উপরে ভরসা রাখতে পারেন -জানাচ্ছিলেন প্রতিষ্ঠান টির এসিস্ট্যান্ট ম্যানেজার আশরাফুল হক। তিনি জানান, দ্রুত ও মানসম্পন্ন সেবার মান প্রতিনিয়ত
বৃদ্ধিসহ ধরে রাখাই আমাদের মূল চ্যালেঞ্জ।
যেকোন ধরনের খরব প্রকাশ ও বিজ্ঞাপন প্রকাশের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন 'বারকো এডভারটাইজিং' এর সাথে। যোগাযোগ এর জন্য ফোন-হোয়াটসঅ্যাপ নাম্বার- ০১৭৫১১৯৪৬৬১, ইমেইল ঠিকানা - [email protected]
সেবাই প্রথম, সেবাই মূখ্য। এই লক্ষ্যকে সামনে রেখে বারকো এডভারটাইজিং কাজ করে যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]