রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
খাগড়াছড়িতে ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ
মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ-
খাগড়াছড়িতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন আধুনিক জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে বাড়ছে নমুনা সংগ্রহের হার।
বুধবার (২ জুলাই) খাগড়াছড়িতে প্রাপ্ত ফলাফলের ৪৮ জনের নমুনায় মিলেছে করোনা পজেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ হাজার ২ শত ৪৭ জনে। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারের নারী ও পুরুষ ওয়ার্ডে ২৮ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে ১৪ জন পজেটিভ ও ১৪ জন সন্দেহজনক।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, জেলায় গত ২৪ ঘন্টায় র্যাপিড এবং আরটি-পিসিআর টেস্টে ১৪৩ জনের নমুনায় ৪৮ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে ৩৬ দশমিক ৫৫ শতাংশে দাড়িঁয়েছে করোনা শনাক্তের হার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.