শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধিঃ খানজাহান আলী থানায় আইন শৃংখলা বিষয়ক ওপেন হাউজ’ডে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার বারমা। খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ^াসের সভাপতিত্বে মতবিনিময় সভায় খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্জ মোড়ল আনিছুর রহমান, যোগিপোল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ২নং ওয়ার্ড কমিউনিটি ফোরাম নেতা মাষ্টার শাহজাহান, ৩৬নং ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদ সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, খানজাহান আলী থানার ওসি তদন্ত মো. শাহরিয়ার, ইউপি সদস্য শাহ আমিরুল ইসলাম, নুর মোহাম্মাদ, সাবেক মেম্বর হাফিজুর রহমান, জয়নাল আবেদীন, এস আই আনোয়ার, এস আই রোকনুজ্জামানসহ পুলিশ কর্মকর্তা ও পুলিশিং ফোরামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সভায় খানজাহান আলী থানা এলাকার আইন শৃংখলা উন্নয়নে, মাদক ও সন্ত্রাস এবং জঙ্গি প্রতিরোধে তাদের গুরুত্বপুর্ণ মতামত প্রদান করে বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এ এস আই আসাদুজ্জামান। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]