শেখ তোফাজ্জেল হোসেন, খুলনা সিটি প্রতিনিধি:বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইন্শাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দিবসটি উপলক্ষে ৭মার্চ রবিবার বিকাল সাড়ে ৩টায় নানা কর্মসূচি পালন করে খানজাহান আলী থানা পুলিশ । কেক কাটা, আলোচনা সভা , সাংকৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট)র ভারপ্রাপ্ত রেজিষ্টার মোঃ আনিছুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কেএমপি ডিসি ( ডিবি) বিএম নুরুজ্জামান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার খন্দকার লাবনি, এস এম বায়জিদ ইবনে আকবার, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধক্ষ এম এ দাউদ, ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস অনুষ্ঠানটি পরিচালনা করেন ওসি তদন্ত কবির হোসেন ও এস আই আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্থানিয় সাংবাদিক , রাজনৈতিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।