শেখ তোফাজ্জেল হোসেন, খুলনা সিটি প্রতিনিধিঃ কোভিভ-১৯ এর ২য় ধাপ মোকাবেলায় করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে জনসাধারণের মাঝে রবিবার ২১ মার্চ বেলা সাড়ে ১১ টায় ফুলবাড়ীগেটে কেএমপি খানজাহান আলী থানা পুলিশ ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিশেষ জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে । এসময়ে কেএমপি’র দৌলতপুর জোনের সহকারি পুলিশ কমিশনার বায়জিত ইবনে আকবার , খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস , পথচারীদের মুখে মাস্ক এবং ফেসশিল্ড পরিয়ে দেয়াসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গাড়িতে স্টীকার লাগিয়ে দেন। একই সাথে যাত্রী,চালক, হেলপারসহ নগরবাসীকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, মাষ্টার মনিরুল ইসলাম, ওসি তদন্ত মোঃ কবির হোসেন, লিয়াকত মুন্সি , খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদরউদ্দিন সহ থানা এলাকার কর্মরত সাংবাদিক বৃন্দ । এ ছাড়া একই সময়ে থানা এলাকার শিরোমণি শহীদ মিনার, গিলাতলা দক্ষিণপাড়া , গাফ্ফারফুড মোড় , পাকার মাথা , ২ নং কলোনি সহ বিভিন্নস্থানে পথচারীদের মুখে মাস্ক এবং ফেসশিল্ড পরিয়ে দেয়াসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করে থানা পুলিশ ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]