শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ করোনা সংক্রমণ রোধে সারা দেশে সর্বাত্মক কঠোর বিধিনিষেধ আরপ করেছে সরকার। এ সংক্রান্ত কঠোর বিধিনিষেধের আওতায় হোটেলরেস্তোরা খোলা থাকবে। তবে খোলা রাখার বিষয়ে নতুন সময়সূচি নির্ধারণ করে দেয়া হয়েছে। খুলনা জেলা প্রসাশনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাবারের দোকান, হোটেল ও রেস্তোরা সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে তবে হোটেল ও রেস্তোরায় বসে কেউ খাবার খেতে পারবেনা। শুধু মাত্র পার্সেল-অনলাইনে খাবার সরবরাহ করতে পারবে। সকল বিধিনিষেধ অমান্য করে পুলিশের চোখকে ফাকি দিয়ে নগরীর পথের বাজার “মুসলিম হোটেল” মানছে না কোন সরকারি নির্দেশনা। অথচ পাশেই রয়েছে পথের বাজার পুলিশ ফাঁড়ি চেকপোস্ট।এ ব্যাপারে হোটেল মালিক আসলাম ভূঁইয়ার নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে তেড়ে এসে বলেন, “আমি আর্মি রিটায়ার্ড পার্সন কোন সমস্যা নাই আমার খাবার দিন রাত ২৪ ঘন্টা পুলিশ এবং পাবলিক খাচ্ছে”। এব্যপারে সচেতন মহল ঊর্ধ্বতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।