দৈনিক শিরোমণি ডেস্ক: শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে একটি স-মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত পাশের একটি গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে, যেখানে বিভিন্ন গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, এবং কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, স-মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে আগুন লেগে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। নতুন করে আগুন আশেপাশে কোথাও ছড়িয়ে পড়ছে না।
এ ঘটনায় তালতলা মার্কেটের সামনের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা নিরাপত্তার কারণে ভিড় নিয়ন্ত্রণে কাজ করছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, এবং কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]