শেখ তোফাজ্জেল হোসেন, খুলনা সিটি প্রতিনিধিঃ লকডাউনের প্রথম দিন (১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল) পর্যন্ত প্রায় শতাধিক মহেন্দ্র,বাইক,ভ্যান,খানজাহান আলী থানা পুলিশ আটক করে থানা হেফাজতে রেখেছেন ।কিন্তু উক্ত গাড়িগুলো কবে কিভাবে ছাড়া হবে থানা-পুলিশ কিছুই বলছে না বলে ভুক্তভোগীরা জানান , তারা আরো বলেন ১ ছেট ব্যাটারির মূল্য ৫০,০০০ থেকে ৬০, ০০০ টাকা, এভাবে দির্ঘদিন গাড়ী বন্ধ থাকলে ব্যটারী নষ্ট হয়েযাবে। তখন আমাদের দায়িত্ত কে নিবে? এনজিও থেকে লোন তুলে কেনা ব্যটারী, এনজিও কর্মকরতারা মানুষের বিপদ আপদ বোঝেনা, তারা চায় কিস্তির টাকা। একমাত্র জীবিকার উপায় হাত ছাড়া হওয়ায়, শতাধিক পরিবারের কোন রকম খেয়ে নাখেয়ে রোজা রাখতে হেচ্ছে । এ ব্যাপারে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস এর নিকট জানতে চাইলে তিনি বলেন সরকার ঘোষিত লকডাউন শেষে গাড়িগুলো ছেড়ে দেয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]