খুলনায় প্রাথমিক পর্যায়ে মোট এক লাখ ৬৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হবে, যার মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৪৮ হাজার ৯৬০ ডোজ।
খুলনা মহানগরে যে 13টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে:
1.খুলনা পুলিশ হাসপাতাল
2.খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
3.বিজিবি হাসপাতাল
4.বিজিবি হাসপাতাল
5.শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল
6.সদর হাসপাতাল
7.সিভিল সার্জন কার্যালয়
8.খালিশপুর লাল হাসপাতাল
9.আমিরা বানু নগর মাতৃসদন ২২ নম্বর ওয়ার্ড নগর মাতৃসদন বাইতিপাড়া
10.তালতলা মাতৃনদন হাসপাতাল ৩০ নম্বর ওয়ার্ড 11.নগর মাতৃসদন ১২ নম্বর ওয়ার্ড খালিশপুর 12.বক্ষব্যাধি হাসপাতাল ফুলবাড়ীগেট এবং উপশম হাসপাতাল
13.নেভি খুলনা।
উপজেলা পর্যায়ে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আব্দুল আহাদ, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, কেসিসি’র প্রধান স্বাস্থ্য