আশফাক আহমদ, খুলনা সদর থানা প্রতিনিধি; সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে ‘চরমপন্থি নেতা’ শাহীনুর রহমান ওরফে শাহীন (৩৮)। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
শাহীন দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। পুলিশ তার লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত শাহীন নগরীর দৌলতপুর থানাধীন কার্তিককুল এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রশিদ। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন রাস্তায় বের হয়ে মাথায় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তার (শাহীন) মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে।’
এর আগে, রাত ১০টার দিকে মহানগরীর শের-এ-বাংলা রোডের হাজিবাড়ি এলাকায় রনি নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়। রনি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications