ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ দিঘলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৯ শে জানুয়ারী রাত ১২ টার পর থেকে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশে এবং ওসি তদন্ত রিপন কুমার সরকারের সহযোগীতায় দিঘলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ১৪ আসামী কে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন, ১।বামনডাঙ্গা এলাকার মোকসেদ মল্লিক এর পুএ মারিয়া (৫০)২।পানিগাতি এলাকার বাসিন্দা খোরশেদ শেখ এর পুএ নাদিম শেখ, ৩।দেয়াড়া পশ্চিম পাড়া এলাকার খোকন সরদার এর পুএ মোহাম্মদ আলি,৪।ফরমাইসখানা এলাকার ইমাদুল গাজীর পুএ তারেক গাজী, ৫।দিঘলিয়া গ্রামের মুনসুর খানের পুএ সাকিব খান,৬।সেনহাটি এলাকার সিদ্দিক শেখের পুএ রবিউল, ৭। হাজিগ্রাম এলাকার আবু বক্কর মোল্লার পুএ সাইদুল মোল্লা, ৮। দিঘলিয়া গ্রামের আমির গাজির পুএ আলমগীর গাজী, ৯। চন্দনী মহল এলাকার মাহাবুব মল্লিক এর পুএ ফয়সাল মল্লিক, ১০। মল্লিক পুর এলাকার আজিজুল মল্লিক, ১১।নন্দন প্রতাব এলাকার অনুতাপ,১২।মিজান মল্লিক, ১৩।দীপ মজুমদার, ১৪।রাধামাধবপুর এলাকার আনসার শেখের পুএ শরিফুল শেখ। আসামী দের বিষয় দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী বলেন আটককৃত সকলেই ওয়ারেন্ট ভুক্ত আসামী।ওপর দিকে গত ২৯ জানুয়ারী শনিবার দিবাগত রাত পৌনে ৩টার সময় র্যাব-৬ (স্পেশাল কোম্পানী) খুলনার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে, খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি গ্রামস্থ জনৈক গোলাম মোস্তফার বসতবাড়ির মধ্যে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামীঃ ১। মোঃ মাসুদ (৩১), পিতা-মোহাম্মদ গোলাম মোস্তফা, মাতা-আসমা খাতুন, ২। মোঃ সাজ্জাদুল ইসলাম (২১), পিতা-মোঃ রহিম, মাতা-রেবা বেগম, উভয় সাং-সেনহাটি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাদ্বয়’কে গ্রেফতার করে। এই সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে বিদেশী শর্টগান-০১ (এক)টি, কার্তুজ-০৭ (সাত) রাউন্ড উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত খুলনা জেলার দিঘলিয়া থানায় হস্থান্তর করে আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয় মামলা নং১২ তাং-২৯/১/২২ইং পরে উক্ত আসামী দের জেল হাজতে প্রেরন করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]