শান্ত শেখ,দৌলতপুর থানা প্রতিনিধি: খুলনা নগরীর লেডি বাইকার ইসরাত জাহান এসা কে গ্রেফতার করেছে পুলিশ।
এ চক্রের মূল কাজ ছিল বিভিন্ন প্রভাবশালী ও বৃত্তশালীদের মেয়েদের টার্গেট করে তাদের মাদক সেবনে আসক্ত করা ।
তারপর অপহরণ করে বাড়ি থেকে মোটা অংকের মুক্তিপণ আদায় করা।
২৩ মার্চ খুলনায় এক তরুণীকে নির্যাতনের অভিযোগ আনে ভিকটিম এর বাবা মুজগুনি এলাকার বাসিন্দা মোঃ জাহিদ হোসেন সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করে।
একই দিনে দুপুরেদুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত তদন্ত ওসি মোঃ মিজানুর রহমান।
এশা দৌলতপুর নগরীর পাবলা এলাকার মৃত মোঃ ইসমাইল এর মেয়ে।
Notifications