ডেস্ক রিপোর্টঃ খুলনা মহানগরীর তিনটি থানা এলাকায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।বুধবার দুপুরে খুলনা জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এক সপ্তাহের কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় বলা হয়, খুলনা লকডাউন করার কোনো প্রয়োজন নেই। তবে আগামী ৪ জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় এক সপ্তাহ দোকানপাট বন্ধ রাখা হবে।খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী বলেন, আপাতত লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনার বিস্তারিত পরে জানানো হবে।খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মাদ বলেন, এক সপ্তাহের জন্য খুলনা সদর, সোনাডাঙ্গা এবং খালিশপুর থানা এলাকায় কাঁচাবাজার ও ওষুধের দোকান ব্যতীত অন্য সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।একই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এক সপ্তাহ দেখা হবে। প্রয়োজনে পরে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।