শেখ তোফাজ্জেল হোসেন দৈনিক শিরোমণিঃ নগরীর আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বাইপাসে (রাজাপুর) মাছের ঘের থেকে গতকাল সন্ধ্যায় ইজিবাইক চালক রশিদ ঢালী (৪৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, শনিবার সন্ধ্যার আগে তেলিগাতীর ইয়াসিন ফকিরে পুত্র রিপন ফকির ঘের থেকে বর্শি দিয়ে মাছ ধরে বাড়ী ফেরার সময় তার ঘেরের পাশে( বাইপাস সড়কের পাশে) অজ্ঞ্যত লাশ দেখতে পায়। তিনি স্থানীয় জনপ্রতিনিধি কাজী শহিদুল ইসলাম পিটোকে খবর দিলে মেম্বর বিষয়টি আড়ংঘাটা থানা পুলিশকে অবহিত করে। সন্ধ্যায়আড়ংঘাটা থানা পুলিশ এসে তার গলাকাটা লাশ উদ্ধার করে। তেলিগাতী বাইপাসে অজ্ঞ্যত লাশ পাওয়া গেছে ছড়িয়ে পড়লে সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিহতের পরিবারের সদস্যরা এসে রশিদ ঢালীর লাশ সনাক্ত করে। জানাযায় নিহত রশিদ ঢালী পাবলার কবির বটতলার বাসিন্দা। গত দুই মাস আগে সে ফুলবাড়ীগেট যাব্দিপুর গ্রামে ভাড়া এসেছে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।নিহতের স্বজনরা জানায়, পাবলা কবির বটতলা ঢালীবাড়ীর রশিদ ঢালী পেশায় একজন ইজিবাইক চালক। তিনি খালিশপুর নতুন রাস্তা এলাকায় ইজিবাইক চালাতেন। সম্প্রতি তিনি যাব্দিপুর রেললাইনের পাশে বাড়ী ভাড়া করে, স্ত্রী দুই মেয়ে ও এক পুত্র সন্তানকে নিয়ে থাকতেন। স্বজনরা জানায় ২২ অক্টবর শুক্রবার সন্ধ্যার আগে রশিদ ঢালীর মোবাইলে একটি ফোন আসলে সে বাড়ী থেকে ফুলবাড়ীগেটের কথা বলে বের হয়ে যায়। শুক্রবার সারা রাত এবং শনিবার সারা দিন বাড়ীতে ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করা হয়। শনিবার সন্ধ্যায় বাইপাসে রশিদ ঢালীর লাশ মাছের ঘেরে পাওয়া যায়।পুলিশ জানায় নিহতের গলায় ধারালো কিছু দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে বাড়ী থেকে বের করে নিয়ে রাতের যে কোন সময় বাইপাসে নিয়ে হত্যা করে তাকে মাছের ঘেরের মধ্যে ফেলে রেখেগেছে। লাশ উদ্ধারের ঘটনার পরপরই খুলনার উপ-পুলিশ কমিশনার মোল্যা জাহাঙ্গীর হোসেন, এডিসি মো. সাহাবুদ্দিন আহম্দে, আড়ংঘাটা থানার ওসি তদন্ত আনিছুজ্জামান, সিআইডি এবং পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থল থেকে সিআইডি তাদের আলামত সংগ্রহ করে লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]