ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ নগরীর মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের সোনালী জুট মিলের উপ-ব্যবস্থাপক মীম ও ওয়েজেছ কর্মকর্তা দ্বীন মোহাম্মাদের উপর হামলার অভিযোগ উঠেছে মিলের নিরাপত্তা জমাদ্দার পলাশ চৌধুরী বিরুদ্ধে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় মিলের অভ্যান্তরে ২নং মিলের মেশিনে আগুন নিভানোকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে । হামলায় মিলের ওয়েজেছ কর্মকর্তা দ্বীন মোহাম্মাদকে পাট কাটার কাটারী দিয়ে কুপিয়ে গুরুতর জখক করা হয়েছে বলে দাবী মিল কর্তৃপক্ষের। মুমুর্ষ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে মিলগেটে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিলের উপ-ব্যাবস্থাপক মিম জানায়, রবিবার বেলা পৌনে ১২টার দিকে মিলের ড্রইং ফিডার মেশিনে আগুন লাগে। বিষয়্িট তাৎক্ষনিক ভাবে কর্তব্যরত নিরাপত্তা জমাদ্দার পলাশকে অবহিত করা হলে তিনি ব্যবস্থা গ্রনণ না করায় মিলের কর্তকর্তা দ্বীন মোহাম্মাদ তার কাছে কৈফিয়ত চাইতে গেলে নিরাপত্তা জমাদ্দার পলাশ তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তিতে বিকাল সাড়ে ৪টার দিকে জমাদ্দার পলাশ চৌধুরীর নেতৃত্বে তার ছেলে পারভেজ, জামাই আবু বক্করসহ ৪/৫জন বহিরাগত মিলের অভ্যন্তরে প্রবেশ করে কর্তব্যরত অবস্থায় মিলের কর্মকর্তা দ্বীন মোহাম্মাদের উপর হামলা চালায়। এ সময় পলাশের জামাই আবু বক্কর পাট কাটার কাটারী দিয়ে দ্বীন মোহাম্মাদকে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবন্থায় দ্বীন মোহাম্মাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দ্বীন মোহাম্মাদের মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। উপ-ব্যাবন্থাপক মীম আরো জানায় এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।এ ঘটনার পর থেকে মিল এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে মিলগেটে শিল্প ও থানা পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]