শেখ তোফাজ্জল হোসেন খুলনা সিটি প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খুলনায় কর্মহীন হয়ে পড়া ২০০ জন দোকান কর্মচারী, ১০০ জন নির্মান শ্রমিক, ২৭ জন প্রতিবন্ধী,৩২ জন পাদুকা শ্রমিক,৫০ জন ডেকোরেটর শ্রমিক,৮ জন গৃহকর্মী এবং ৫০ জন হতদরিদ্র ব্যাক্তির মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়।খাদ্য সহায়তার মাঝে ছিল ৭ কেজি চাল, ২ কেজি আলু,৫০০ গ্রাম ডাল,৫০০ গ্রাম ভোজ্য তৈল ও ১ টি সাবান।খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ ইসমাইল হোসেন এন ডি সি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আজ ৩১/০৭/২০২১ মধ্যাহ্নে খুলনা রেলওয়ে চত্ত্বরে এই খাদ্য সহায়তা বিতরন করেন।এসময় উপস্থাপনা ছিলেন জেলা প্রশাসক, খুলনা জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্ত্বে এই খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক),খুলনা জনাব মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা জনাব মোঃ সাদিকুর রহমান খান এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম ডি এ বাবুল রানা। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এই খাদ্য বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি জনাব এস,এম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মুন্সী মাহবুব আলম সোহাগ প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]