মিহির রঞ্জন বিশ^াস , ফুলতলা প্রতিনিধি :
যশোর অভয়নগর থানা দীন ধুলগ্রাম সিদ্ধেশ্বরী মায়ের বাড়ি ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত । ১১ ফাল্গুন ২৪ ফেব্রুয়ারি বুধবার শ্রীমৎ ভাগবত গীতা পাঠের মধ্য দিয়ে সূচনা হয় শ্রীশ্রী নাম যজ্ঞ অনুষ্ঠানে । ১২ ও ১৩ ফাল্গুন ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার১৬ প্রহর ব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহানাম কীর্তন আজ দ্বিতীয় দিন । ১৪ ফাল্গুন ২৭ ফেব্রুয়ারি শনিবার নাম সমাপন কুঞ্জ ভঙ্গ শ্রী মহাপ্রভুর ভোগ রাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান । ধূলগ্রাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের বাড়ি নাম যজ্ঞ পরিচালনা কমিটির পরিচালনায় শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠানে নামামৃত পরিবেশন করেন গৌড় হরি সম্প্রদায় ঝিনাইদহ ,সোনার গৌর সম্প্রদায় সাতক্ষীরা, রাই ধনী সম্প্রদায় মাগুরা ,আদি গোপাল সম্প্রদায় ঝিনাইদহ প্রেমানন্দ সম্প্রদায় খুলনা, কৃষ্ণ গোপাল সম্প্রদায় কুষ্টিয়া ,ভাই ভাই সম্প্রদায় যশোর।