মিহির, শিল্পাঞ্চল ফুলতলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ শিরোমনি, গফ্ফর ফুড মোড়, কেবল মোড় বাদাম তলা এলাকার রাস্তার পাশে কেডিএর জায়গায় ঝুপড়ি তুলে বসবাস কারিদেরকে উচ্ছেদ নাকরার জন্য কেডিএ চেয়ারম্যান বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় ঐ এলাকায় বসবাসকারি তিন শতাধিক ছিন্নমূল মানুষেরা কেডিএ চেয়ারম্যান বরাবর এই স্বারকলিপি প্রদান করেন । এই স্বারকলিপির মাধ্যমে তিন শতাধিক ছিন্নমূল মানুষেরা জানায়, তাদের থাকার কোন জায়গা জমি না থাকায় দির্ঘদিন যাবৎ রাস্তার পাশে কেডিএর পড়েথাকা জায়গায় ঝুপড়ি ঘর বেঁধে বসবাস করে কোনরকমে বেঁচে আছে। দুদিন আগে তাদের উচ্ছেদ করাহবে বলে মাইকের মাধ্যমে ঘোষনা করা হয়েছে । তারা জানায় এভাবে যদি তাদেরকে উচ্ছেদ করাহয় তাহলে এই শীত ও করোনা মহামারির মধ্যে তাদের রাস্তায় খোলা আকাশের নিচে থকতে হবে । তাই তারা তাদের উচ্ছেদ না করারা দাবি জানিয়েছেন । তারা আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশের ছিন্নমূল জনগোষ্ঠীর জন্য জায়গাসহ বাসস্থান নির্মান করে দিচ্ছে কেডিএ চেয়ারম্যান আর তখনই কেডিএর মত সনামধন্য প্রতিষ্ঠান মানবিক দিক বিবেচনা না করে যদি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে তাহলে খোলা আকাশের নীচে শত শত পরিবার পরিজন তাদের ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হবে । এছাড়া এ এলাকার জুটমিলগুলি বন্দ থাকায় ঘড়ভাড়া দিতে না পেরে অনেক পরিবার বাধ্য হয়ে ঝুপড়ি ঘড় বেধে থাকছে, বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে এই জায়গা থেকে উচ্ছেদ না করার জন্য অনুরোধ জানানো হয় । এসময়ে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য এস এম রাসেল, মোঃ সাইফুল্লাহ তারেক, শেখ আঃ সবুর (সাবু) সাংবাদিক মিহির রজ্ঞন বিশ্বাস, মোঃ বশিরুল্লাহ, আমির মুন্সি, শেখ আবুল হোসেন, মোঃ জাফর খান, মোঃ জাবের , মোঃ একরামুল, শেখ ফারুক হোসেন, মোঃ জুয়েল, ফেরদৌস হোসেন (ময়না), হাফেজ মোঃ মিরাজ হোসেন, মোঃ আনিছ, মোঃ কাদের, কাশেম, মোঃ সুমন খান , আশরাফ, শিখা রানি , মোঃ লুৎফর মোঃ কামাল হোসেন, শেখ শামিম হোসেন, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ ।