ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ নগরীর আড়ংঘাটা থানাধিন তেলিগাতী ফকিরপাড়ায় জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. বাচ্চুমোল্লা(৩৭), মো. বুরহান(১৯), মো. আশরাফ ফারাজী এবং নূরজাহান বেগম(৪৫)সহ চারজন ্ধসঢ়;আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগ এবং ভুক্তভোগী সুত্রে জানাগেছে, তেলিগাতী ফকিরপাড়ার মো. বাচ্চু মোল্লার ক্রয়কৃত সম্পত্তির পাশর্^বর্তি জমির মালিক আফজাল ফকিরের সাথে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি জিএম এনামুল কবির, থানার এসআই রফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে সমাধান হয়।পরবর্তিতে গত ২জুলাই শনিবার স্থানীয় মহিলা মেম্বর মাহফুজা বেগমের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে বেড়া দেওয়া হয়। ৪ জুলাই সোমবার বিকাল ৫টায় পূর্বপরিকল্পনা অনুযায়ী পার্শবর্তি জমির মালিক মো. আফজাল ফকির(৬৪), তার পুত্র ইমরান ফকির(৩৫), শাকিল ফকির(২০) কন্যা মিতাবেগম(২৬) এবং আশরাফ খার স্ত্রী সালমা বেগম(৩৫) দেশীয় ধারালো অস্ত্র দা,হাসুয়া, কাঁচী, লোহার রড এবং বাতা নিয়ে মো. বাচ্চু মোল্লার পরিবারের উপর হামলা চালিয়ে ক্ষেতের ফসলের ব্যাপোক ক্ষতি করে। হামলায় মৃত আব্দুল খালেক মোল্লার স্ত্রী নূরজাহান বেগম, তার পুত্র মো. বাচ্চু মোল্যা, মো. আশরাফ ফারাজীর পুত্র মো.বুরহান এবং মৃত লাল চান ফারাজীর পুত্র মো. আশরাফ ফারাজী আহত হয়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা বিষয়টি নিয়ে বড়াবাড়ি করলে জীবননাশের হুমকি দিয়ে জমিতে পুতে রাখার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আড়ংঘাটা থানায় একটি অভিযোগ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]