মিহির রঞ্জনবিশ্বাস, প্রতিনিধি ফুলতলা, দৈনিক শিরোমণিঃ
অদ্য ইংরেজি ১ মে শনিবার রাত আনুমানিক ৯.৪৫ ঘটিকার সময় খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট রেলক্রসিংয়ে মংলা থেকে যশোর গামী ট্রাক- নাম নাজিম এন্টারপ্রাইজ-৫,যাহার নাম্বার ঢাকা মেট্রো ট ২২-৩১৩৯ ড্রাইভার মো: ইউনুস আলী (৩৫) পিতা- মৃত দেলোয়ার হোসেন,সাং- রঘুনাথপুর, থানা -কালীগঞ্জ,জেলা- ঝিনাইদহ, হেল্পার মো: হাসান (২৭) পিতা- মোঃ শিপন,সাং- রঘুনাথপুর কুলাপাড়া,থানা- কালিগঞ্জ,জেলা –ঝিনাইদহ। উক্ত ট্রাক সেভেন রিংস সিমেন্ট মংলা থেকে ঝিনাইদহ কালীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় উল্লেখিত স্থানে আসিয়া ট্রাকটি রেল ক্রসিংয়ের সিগন্যাল অমান্য করিয়া, বিপরীত পাশ দিয়ে যাওয়ার সময়,যশোর থেকে খুলনাগামী ট্রেনের ইঞ্জিন বেড নং- ৩৩ ট্রাকটিকে দাক্কা দিয়ে আনুমানিক ১০০০ গজ দূরে গিয়ে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে রেল গেটম্যানের ঘরের উপর আছড়ে পড়ে। ট্রাকটি দুমড়ে মুচড়ে য়ায় এতে ড্রাইভার ইউনুস আলী শরীরিক ভাবে গুরুতর আহত হয় এবং হেল্পারকে মুমুর্ষ অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য স্থানীয় লোকজন দ্রুত পাঠিয়ে দেয়,খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের খানজাহান আলী একটি ইউনিট এশে উপস্থিত হয়, পরিস্থিতি স্বাভাবিক আছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]