শেখ তোফাজ্জেল হোসেন দৈনিক শিরোমণিঃ আজ রবিবার ২জানুয়ারি সকাল ৫ ঘটিকার সময় খুলনা জেলার খানজাহান আলী থানাধীন শিরোমনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সামনে ঢাকা গাজীপুর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ট -২০-৭৪৩৩ ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা খায় এতে দুই জন আহত হয় । স্থানিয় প্রতক্ষদর্শী সুত্রে যানা জায় ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার নাজমুল হোসেন (২৮), পিতা ইয়াকুব আলী, গ্রামঃ রামনগর পুকুর কুল, থানাঃ রাজারহাট, যশোহর, অন্য জন ছিল তার চাচাতো ভাই মুন্না (১৬) পিতাঃ রঞ্জ মিয়া,। ঢাকা থেকে ছেড়ে আশা ট্রাকের গন্তব্য ছিলো খুলনার ৭ নম্বর ঘাটে। কিন্তু শেষ রক্ষা হলনা ড্রাইভার মাসুম (৩২) এর খামখিয়ালী পনার কারণে। ট্রাকটি যশোর এসে পৌঁছালে ড্রাইভার মাসুম (৩২) , পিতা মজিবুর রহমান, গ্রামঃ নওয়াপাড়া,যশোহর, নেমে যায় এবং গাড়ির হেলপার নাজমুল হোসেনের হাতে ট্রাকের চাবি তুলেদেয় পথিমধ্যে শিরোমনি দুর্ঘটনায় পতিত হয়। খবর পেয়ে খানজাহান আলী থানার পুলিশ এসে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শী ইকতিয়ার হোসেন, এই প্রতিবেদককে জানান ভোর পাঁচটার সময় আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম হঠাৎ যশোর গামী একটি ট্রাক এসে গাছের সঙ্গে ধাক্কা দেয় মুহূর্তেই লোকজন জড়ো হয়ে যায়। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আশেপাশের লোকজন ধরাধরি করে হেলপারকে ট্রাক থেকে বের করতে পারলেও তার সঙ্গে থাকা চাচাতো ভাইকে বের করতে পারে নাই। পরে ট্রাকের পেছনে অন্য একটি ট্রাক বেঁধে দিয়ে তাকে উদ্ধার করা হয়। তারা দুজনেই সামান্য আঘাতে হয় অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পায় । খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেন।
২ views