খুলনা থেকে বিএম শহিদুল ইসলাম : খুলনায় বাসের ধাক্কায় শাহিন শেখ (৪৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে রূপসা ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। সে লবনচরা থানার বোখারীয়াপাড়া এলাকার মোসলেম শেখের ছেলে।
সূত্রে জানাগেছে, বিকালে বরিশাল থেকে খুলনাগামী তিতাশ নামের একটি বাস (কুমিল্লা ব ১১-০২১৭) ব্রেক ফেল করে মটর সাইকেল ও ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে শাহিন ঘটনাস্থলেই নিহত হন। আহত মোটরসাইকেল চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার পরিচয় এখনও জানাযায়নি। তার অবস্থা আশংকাজনক।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।