ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ খুলনার খানজাহান আলী থানার বহুল আলোচিত মশিয়ালী গ্রামে বড় ভাইয় রুবেলের লাঠির আঘাতে ছোট ভাই ভ্যান চালক পারভেজ নিহত হয়েছে । এ ব্যাাপারে খানজাহান আলী থানা পুলিশ নিহত পারভেজের বড় ভাই রুবেলকে আটক করেছে।মশিয়ালী গ্রামে ভ্যান চালক পারভেজ শেখ(২৫), দীর্ঘ দিন যাবৎ নেশাগ্রস্থ ছিলেন। পারভেজের মা হালিমা বেগম বলেন, ৬ জুলাই রাত ১১টার দিকে পারভেজ ঘরের দরজা বন্ধ করে দিয়ে স্ত্রী নিপাকে মারপিট করছিল। বাবা শহিদুল শেখ ও বড় ভাই রুবেল বাধা দিলে এক পর্যায় পারভেজ বড়ভাইয়ের বউ লিপি বেগমকেও মারপিট শুরু করে। ঘটনা নিয়নত্রনে আনতে বড়ভাই রুবেল লাঠি দিয়ে ছোট ভাইয়ের ঘাড়ে আঘাত করলে মৃত্যুর কোলে ঢোলে পড়েন পারভেজ।স্থানীয়রা পারভেজকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ৭ই জুলাই বুধবার সকালে খানজাহান আলী থানা পুলিশ রুবেলকে থানা হেফাজাতে নিয়ে আসেন। এছাড়া পারভেজের স্ত্রী নিপা ও রুবেলের স্ত্রী লিপি সহ পিতা শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।তবে এলাকাবাসি জানিয়েছেন নিহত পারভেজ মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে পাবনা ও নাটোর জেলায় মামলা রয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন তাকে একাধিকবার মাদকসহ আটক করেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]