রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
খুলনায় মেডিকেল ভার্সিটির জায়গা পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনার জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক । তিনি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লবণচরা থানাধীন প্রস্তাবিত ওই জায়গা ঘুরে দেখেন। এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বিএমএ খুলনা শাখার সাধারণ সম্পাদক ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনার প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ এবং সিটির প্যানেল মেয়র মোহাম্মদ আলী আকবর টিপু উপস্থিত ছিলেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক মন্ত্রীর নিকট বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ৭০ একর ভূমি বরাদ্দের জন্য আবেদন জানান। তিনি বলেন, খুলনার মাটির গুণগতমানের কারনে উক্ত স্থানে ৬ তলার অধিক উচ্চতর ভবন নির্মাণ ঝুঁকিপূর্ণ হবে মর্মে সয়েল টেস্টিং রিপোর্ট পাওয়া গেছে। নিরাপত্তার জন্য সর্বোচ্চ ৬ তলা করে প্রতিটি ভবন নির্মাণ করা এবং ময়ূর খালকে সংরক্ষণের মাধ্যমে ক্যাম্পাসে দৃষ্টিনন্দন জলধারা সৃষ্টির জন্য কমপক্ষে ৭০ একর ভূমি বরাদ্দ প্রয়োজন। এ সময় মন্ত্রী তার কথা শোনেন এবং ৭০ একর ভূমি বরাদ্দের বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.