মিহির রঞ্জন বিশ্বাস, প্রতিনিধি ফুলতলা,দৈনিক শিরোমণিঃ পবিত্র ঈদুল ফিতরের পূবে আিফিল জুটমিলের শ্রমিক দেও পাওনা পরিষোেিওধর বিষয় ত্রিপক্ষিয় বৈঠক অনুষ্ঠিত। খুলনা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন আফিল জুট মিল শ্রমিক কর্মচারীদের পবিত্র ঈদুল ফিতরের পুর্বে বকেয়া পাওনা টাকা থেকে প্রতিটি শ্রমিককে ৩ হাজার টাকা প্রদান করা সহ বিভিন্ন বিষয়ে নিয়ে খুলনা বিভাগিয় শ্রম পরিচালকের দপ্তরে ত্রিপক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হয়।৮ মে শনিবার সকাল ১১ টায় বয়রাস্থ খুলনা বিভাগিয় শ্রম পরিচালকের দপ্তরে ত্রি-পক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হয় । শ্রম পরিচালক মিজানুর রহমান জানান আফিল মিলের এমডিকে ঈদের পুর্বে শ্রমিকদের টাকা দেওয়ার ব্যপারে বলা হয়েছে , তিনি বলেছেন কম বেশি যাই হোক শ্রমিকদেরকে দিবেন। এছাড়া মহসেন জুট মিলের ব্যাপারে আদালতের একটি মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কোন সমাধান হচ্ছেনা, এ্যাজাক্স জুট মিলের মালিক আঃ মান্নানের প্রতিনিধি এসময়ে বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা বিভাগিয় শ্রম পরিচালক মিজানুর রহমান আফিল জুট মিলের এমডি শেখ আকরাম হোসেন ও বেসরকারি পাট ,সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সভাপতি কাবিল হোসেন, সাধারন সম্পাদক নিজামউদ্দিন প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]