মিহির রঞ্জন বিশ্বাস ফুলতলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ খুলনা খানজাহান আলী থানা গিলাতলা দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মন্ডবে শুভ জন্মাষ্টমীর অনুষ্ঠান অনুষ্ঠিত। ভগবান শ্রীকৃষ্ণের শুভজন্ম দিনটি হিন্দু ধর্মাম্বলীরা শুভ জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকে । শ্রীকৃষ্ণ ছিলেন দেবকি ও বাসুদেব এর সন্তান । পৃথিবীতে চারিদিকে অন্যায় , অত্যাচার আর নিপীড়ন যখন চরমে আর সর্বত্র যখন অশুভ শক্তির বিস্তার ঠিক তখনই ধর্ম আর সত্যকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। শ্রীকৃষ্ণের মামা অত্যাচারি কংসের ভয়ে মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব তাঁকে যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা পিতা যশোদা ও নন্দর কাছে রেখে আসেন। সেই থেকে এই দিন টি শুভ জন্মাষ্টমী হিসাবে পালিত হয়ে আসছে। খুলনা গিলাতলা সার্বজনিন পূজা মন্ডপে শুভজন্মাষ্ঠমী পালিত হয় ৩০ আগষ্ট সোমবার সন্ধ্যা ৭ টায় টায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রীমৎ ভাগবত পাঠ , ও সন্ধায় শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে পূজার্চনা ও প্রার্থনা করা হয় । সময় পৃথিবীর সকল জীবের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। শ্রীমৎ ভগবত আলোচনা করেন বিমল চন্দ্র শীল, ও পূজার্চনা পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন ধনঞ্জয় চক্রবর্তী । এসময় আরো উপস্থিত ছিলেন কমলেশ মজুমদার, সুভাষ দত্ত, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, মিন্টু দত্ত, সোহাদেব বিশ্বাস, গৌতম মজুমদার, সমীর কুমার দাস,তনু দাস,অন্ত বিশ্বাস সহ ধর্মপ্রাণ সনাতন ধর্মালম্বী আরো অনেকে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]