মিহির রঞ্জন বিশ্বাস,ফুলতলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ খুলনা গিলাতলা মাত্তমডাঙ্গা লাল পিলার সংলগ্ন এলাকায় মৃত শহীদের কন্যা খাদিজা আকতার রুনু (৩৮) হত্যা মামলার আসামি নিহত রুনুর স্বামী মামুন আভয়নরগর এলাকা থেকে আটক । মামলার আসামি নিহত রুনুর স্বামী এনামুল হাসান আকুঞ্জি মামুন (৪২) কে যশোর জেলার অভয়নগর থানার ঘোড়াদাইড় এলাকা থেকে ২৬ মে বুধবার গভীর রাতে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ ।আটকের পর বৃহস্পতিবার খুলনা সিএম এম কোর্টের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলামের আদালতে তোলা হয় । এসময় আসামি ১৬৪ ধারায় নিজ স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে । উল্লেখ গত ২৩ শে মে রবিবার গ্যারিশন মাত্তডাঙ্গা লাল পিলার সংলগ্ন এলাকায় মাত্তমডাঙ্গার মৃত শহীদের কন্যা খাদিজা আকতার রুনু গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে খানজাহান আলী থানা পুলিশ ।২৪ মে সোমবার নিহত রুনুর মা আমেনা বেগম বাদী হয়ে রুনুর স্বামী এনামুল হাসান আকুঞ্জি মামুন কে আসামী করে খানজাহান আলী থানায় মামলা দায়ের করে যার নং ১১ । মাত্তমডাঙ্গার মৃত শহীদের কন্যা রুনুর সাথে ডুমুরিয়ার এলাকার মামুনের সাথে প্রায় ১২ বছর আগে বিয়ে হয়। নিঃন্তান দম্পতি মাত্তম ডাঙ্গার মিরাজের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাসরত ছিল। গৃহবধূ রুনু গ্রামে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কাপড় বিক্রি করতো, এবং তার স্বামী মামুন একজন সিএনজিচালাক ।খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান কেএমপি’র ডিসি নর্থ মোল্যা জাহাঙ্গীর হোসেন এর দিক নির্দেশনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (উত্তর) এডিসি মোঃ শাহাবুদ্দিন , সহঃ পুলিশ কমিশনার দৌলতপুর জোন অমিত কুমার বর্মন মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই লুৎফুল হায়দার বর্তমান তথ্যপ্রযুক্তির মাধ্যমে যশোর জেলার অভয়নগর থানার ঘোড়াদাইড় থেকে আসামিকে আটক করা হয়।