মুন্সী মেহেদী হাসান, ফুলতলা( খুলনা) প্রতিনিধিঃ খুলনা শিল্পাঞ্চলের শিরোমণি জুট স্পিনারস মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় খুলনা শিরোমণি কেডিএ আবাসিক এলাকার আনন্দ নিকেতন স্কুল মাঠ প্রাঙ্গণে জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা কেসমত আলীর সভাপতিত্বে সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা ইমরান গাজীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জুট স্পিনার্স মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, শ্রমিক নেতা আলাউদ্দিন , হাসান গাজী , নিজাম মুন্সী, টুটুল, আসলাম ফকির, আসলাম হোসেন, কামাল হোসেন , জামাল হোসেন , ইব্রাহিম হামিদ গাজী প্রমূখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর জুট স্পিনার্স মিল আংশিক চালু হয়, বিগত স্বৈরাচার সরকার আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে শ্রমিকদেরকে জিম্মি করে মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন দখল করে, নেতৃত্বের নামে শ্রমিকদের স্বার্থের পরিপন্থী চুক্তিসহ মালিকের সাথে আঁতাত করে শ্রমিকের স্বার্থ তথা শ্রম আইন লংঘন করে আসছে।
এ সময়ে শ্রমিকের ঐক্যমতের ভিত্তিতে একটি এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে নেতৃবৃন্দ আগামী শুক্রবার পুনরায় জুট স্পিনার্স শ্রমিকদেরকে নিয়ে শিরোমণি শহীদ মিনার চত্বরে সাধারণ সভার কর্মসূচির ঘোষণা দেন
Notifications