জিয়াউল ইসলাম খুলনা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ খুলনার দিঘলিয়া উপজেলাধীন ব্যক্তি মালিকানা ৩ টি জুট মিল রয়েছে যার মধ্যে একটি হলো দিঘলিয়াস্থ জামান জুট মিল কর্পোরেশন মিলটিতে প্রায় ৭ শতাধিক শ্রমিক তাদের জিবন জীবীকা নির্বাহ করেন কিন্তু চলতি বছরে পাটের মুল্য বৃদ্ধি হওয়ার কারণে জুটমিল টি বেশি দিন চালানো সম্ভব হবেনা বলে জানান মিলের কার্যনির্বাহী পরিচালক মোঃরিপন মোল্লা, তিনি সাংবাদিক দের জানান, আমাদের জামান জুট মিল জুট মিল টি ব্যাংক লোন ছাড়া চালিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমানে নগদ টাকা দিয়ে ও পাট কিনতে পারছি না।এমত অবস্থায় আমাদের প্রথম দিকে কিনে রাখা পাট দিয়ে মিলটি কোন রকমে চালিয়ে যাচ্ছি, তিনি আরো জানান কিছু অসাধু ব্যাবসায়ীরা পাট ক্রয় করে মজুদ রাখার কারণে আমরা ছোট্ট খাটো জুটমিল গুলো চলতি বছরে চরম বিপাকে পড়েছি আমাদের মিল সহ দিঘলিয়ায় সাগর জুটমিল ও মন্ডল জুটমিলে কয়েক হাজার শ্রমিকের কর্ম সংস্থান, এই তিন টি জুটমিলে। আজ হাজার হাজার শ্রমিক দের জীবীকা অনিশ্চিত। এবিষয়ে জামান জুট মিল এর কার্যনির্বাহী পরিচালক মোঃরিপন মোল্লা, খেটে খাওয়া জুট মিলের সাধারন মানুষের পক্ষে ও ব্যক্তি মালিকানা জুটমিলের দিকে সু নজর রাখার জন্য পাট মন্ত্রণালয় সহ মাননীয় প্রধানমন্ত্রীর পাটশিল্পের দিকে বিশেষ নজর রাখার এবংআশু হস্তক্ষেপ কামনা করেছেন ।
২২ views