মিহির রঞ্জন বিশ্বাস, খুলনা জেলা প্রতিনিধি: পুলিশের অ্যাডিশনাল আইজি(এন্টি টেররিজম ই্উনিট) এস এম রুহুল আমিন বলেছেন “পুলিশ বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শন করে মাঠপর্যায়ের বিভিন্ন প্রতিকুল পরিবেশ মোকাবেলা করে অর্পিত দায়িত্ব ও কর্তব্য দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করতে হবে। তিঁনি বলেন বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে এই স্লোগান ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে প্রশিক্ষিত সুশৃংখল ঐতিহ্যবাহী এই পুলিশ বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনার মীরেরডাঙ্গা পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৫তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী বর্ণাঢ্য ও মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিঁনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) সাধারণ সম্পাদিকা নাসিমা আক্তার উপস্থিত ছিলেন। এ সময় মঞ্চে তাঁর সাথে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মহা. আশরাফুজ্জামান বিপিএম।
অনুষ্ঠানে প্রধান অতিথি টিআরসিদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষনে সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মো. আবু হাসান নূও (টিআরসি নং-২৪৪৯৬২), একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি আল আমিন সরকার (টিআরসি নং-২৪৫৩৭০) এবং মাঠ বিষযে শ্রেষ্ঠ টিআরসি ফয়সাল মিয়া(টিআরসি নং-২৪৪৯০৪)কে পদক প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে ৮টি কোম্পানীর মোট ৮৮৫জন টিআরসি শিক্ষানবিশ পুলিশ সদস্য মৌলিক প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশগ্রহন করেন। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ ট্রেনিং সেন্টারের আরআই রমেশ চন্দ্র বিশ^াস। প্রধান অতিথি বেলা সাড়ে ১২টায় পুলিশ ট্রেনিং সেন্টারের মাল্টিপারপাস হলে প্রশিক্ষনার্থীদের সফলতার স্বীকৃতি স্বরুপ সনদপত্র প্রদান করেন। ৫৫তম টিআরসিদের প্রশিক্ষণ সমাপনান্তে প্রশিক্ষনার্থীগণ তাদের মধুর স্মৃতি অম্লান করে রাখার জন্য ধ্রুপদী নামক একটি স্বরনিকা প্রকাশ করা হয়। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিবীদ, সুধি-সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রশিক্ষনার্থীদের অভিভাবকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।