মিহির প্রতিনিধি ফুলতলা দৈনিক শিরোমণিঃ খুলনা পোস্টাল ডিভিশনের নিয়ন্ত্রনাধীন পোস্ট ই – সেন্টার ( ডিজিটাল ডাকঘর) হতে ছয় মাস মেয়াদী ডিপ্লোমা ইন- সফ্টওয়ার এপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের লিখিত ও ব্যবহারিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত। ৩০ অক্টবর শনিবার লিখিত পরীক্ষা সকাল দশটা থেকে সাড়ে এগারোটা বয়রা টি এন্ড টি স্কুলে ও ব্যবহারিক পরীক্ষা ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বয়রা ডাক বিভাগ মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। ২০২০ সালের মার্চ মাসে করোনা মহামারী সকল শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকার পর এই প্রথম মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয় ।বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল দক্ষিনাঞ্চল সার্কেল খুলনা, শামসুল আলম, অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল দক্ষিনাঞ্চল সার্কেল খুলনা মোঃ আবু তালেব , প্রশিক্ষক ( প্রঃ ও তপ্রঃ ) পোষ্টাল একাডেমী রাজশাহী মোহাম্মদ মনিরুজ্জামান ,ডেপুটি পোস্টমাস্টার জেনারেল খুলনা বিভাগ এফ এম ওয়ালিউজ্জামান ,ডেপুটি পোস্টমাস্টার জেনারেল(তদন্ত) জুবাইদা গুলশান আরা এর প্রত্যক্ষ তত্ত্বাধানে অনুষ্ঠিত হয় । সুপারিনটেনডেন্ট খুলনা বিভাগ মোঃ তৌহিদুল ইসলাম , পরিদর্শক আই সিটি সেল দক্ষিনাঞ্চল সার্কেল মোঃ আলাউদ্দিন আল আজাদ , পরিদর্শক বাগেরহাট উপ-বিভাগ শেখ রফিকুল ইসলাম , পরিদর্শক কালিগঞ্জ উপ বিভাগ মোঃ আরিফুল ইমলাম , পরিদর্শক খুলনা দক্ষিন উপ-বিভাগ প্রনবেশ গাইন, পরিদর্শক (প্রশাসন ) খুলনা বিভাগ গোবিন্দ মন্ডল ,পরিদর্শক সাতক্ষীরা উপবিভাগ নন্দন কুমার চৌধূরী এর পরিচালনায় লিখিত ও ব্যবহারিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয় ।বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেল দক্ষিণাঞ্চল সার্কেল খুলনা শামসুল আলম বলেন আজ ৬ মাস মেয়দী এই প্রশিক্ষণ কোর্সে খুলনা থেকে ৮০০ প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেছে । ইতি মধ্যে বাগেরহাট ,সাতক্ষীরা ও তালায় প্রায় ৩ হাজার প্রশিক্ষণর্থীর পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করা হয়েছে ।এসময়ে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের নিয়ন্ত্রাধীন বাগেরহাট ও সাতক্ষীরা প্রধান ডাক ঘরের পোষ্ট মাস্টার সহ আফিসের বিভিন্ন সস্তরের কর্মচারীবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ডিজিটার পোস্ট অফিস উদ্যোক্তা এস এম মাজেদুল ইসলাম ,মো ঃ রাজু আহম্মেদ , মিহির রঞ্জন বিশ^াস, মোঃ রফসান জামিল লিপু সহ সকল উদ্যোক্তা ।