রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
খুলনা বিভাগে বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে
জিয়াউল ইসলাম খুলনা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ খুলনা বিভাগে বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে, মাঘের শেষে কমেছে শীতের দাপট, বেড়েছে তাপমাত্রা।বেড়েছে বৃষ্টির প্রবণতাও।শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস ছিল। দাকোপ অসময়ে বৃষ্টি ও ঝড় হাওয়ায় তরমুজ চাষীদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তরমুজ মৌসুমের শুরুতে এমন বৃষ্টিতে দাকোপে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষি বিভাগ এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রাজশাহী বিভাগের তাড়াশে ১৭ মিলিমিটার। তবে আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সারাদেশে রাতের তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তর জানায়,সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.