রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১ | ১২ শাওয়াল ১৪৪৬
খুলনা বুচিতলা নূরানী মাদ্রাসাও হেফজখানার সুধী সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত
মোঃ মিজানুর রহমান খুলনা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ খুলনা তেলিগাতী ,কুয়েট, বুচিতলা নূরানী মাদ্রাসাও হেফজখানার উদ্যোগে সুধী সমাবেশ দাতা সদস্য পুনর্মিলনী , ও দোয়া অনুষ্ঠিত অনুষ্ঠিত। মোঃ মিজানুর রহমান খুলনা প্রতিনিধি। আজ যোহর বাদ খুলনা তেলিগাতী ,কুয়েট , আড়রংঘাটা, বুচিতলা নূরানী মাদ্রাসার ও হেফজখানার উদ্যোগে এক সুধী সমাবেশ দাতা সদস্য পুনর্মিলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদুর রহমান , চেয়ারম্যান ৬ নং যোগীপুল ইউনিয়ন পরিষদ।তিনি অসুস্থ সকলের কাছে দোয়া চেয়েছেন এবং তিনি মসজিদ মাদ্রাসার উন্নয়নের আশ্বাস দেন এবং সর্বশেষ জয়বাংলা ধ্বনি দিয়ে বক্তব্য শেষ করেন । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি হুমায়ুন কবির হোসাইনী , নায়েবে মুহতামিম, জামিয়া ,কারিমিয়া, মাদ্রাসা ও খতিব ফুলবাড়িগেট বাইতুল আমান জামে মসজিদ খুলনা, অক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুল হামিদ,সভাপতি বুচিতলা নূরানী মাদ্রাসা হেফজখানা, তিনি তার বক্তৃতায় মাদ্রাসার উন্নয়নের কথা বলেন। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হাফিজুর রহমান সাধারণ সম্পাদক বুচিতলা, নূরানী মাদ্রাসা, হেফজখানা। সার্বিক পরিচালনায় ছিলেন মাওলানা ইমদাদুল্লাহ বিন মুনসুর, মুহতামিম বুচিতলা ,নূরানী মাদ্রাসা ,হেফজখানা,। এসময় আরো উপস্থিত আড়ংঘাটা থানার প্রশাসনিক কর্মকর্তা সহ অত্র এলাকার সুধী,জ্ঞানী মুসলমান ব্যক্তিবর্গ। এ সময় অত্র মাদ্রাসা আজীবন দাতা সদস্য গ্রহণ করা হয় অনেকে দান করেন, জাগ্রত খুলনা , একটি সামাজিক সংগঠন, মানবতায় গড়বো দেশ বদলে যাবে বাংলাদেশ।এর পক্ষ থেকে তিন হাজার টাকা সহ বিভিন্ন অঙ্গ সংগঠন মুসলমান ব্যক্তিবর্গ মা-বোনসহ অনেকে মাদ্রাসায় শরিক হন আল্লাহতালা সকলের দান কে কবুল করে নিন,আমিন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.