মিহির ফুলতলা উপজেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দ্বিতীয় দিনের মতো খুলনা শিল্পাঞ্চলে ২০১৪ সালে বন্ধকৃত ব্যক্তিমালিকানা মহাসেন জুট মিলের গ্রাচুইটি পি এফ সহ সকল পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবিতে মিলগেটে অনশন কর্মসূচি পালিত হয় । ৩০ জানুয়ারি রবিবার সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হয়। শ্রমিক ফেডারেশনের প্রবীণ শ্রমিক নেতা মুন্সি আমির আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আমজাদ হোসেন।ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন ,এরশাদ আলী , আফজাল হোসেন, নাসির শেখ, কাউসার শেখ, কামাল হোসেন, মিহির রঞ্জন বিশ্বাস , বাবুল শেখ, কমল দাস, রবিন দাস, হাবিবুর রহমান হবি,সোনালী জুট মিল শ্রমিক নেতা মোঃ বাবুল শেখ বিল্লাল শেখ ,আফিল উদ্দিন, কাশেম মুন্সি প্রমুখ । পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে আজ ৩১ জানুয়ারি সোমবার শ্রমিক ফেডারেশেনের উদ্যোগে বন্ধকৃত জুটি স্পিনার চালু ও বকেয়া পাওনার দাবিতে মিলগেটে সকাল ১০টা থেকে ১ টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]