মিহির রঞ্জনবিশ্বাস, প্রতিনিধি ফুলতলা, দৈনিক শিরোমণিঃ
আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান মে দিবসে শনিবার সকাল ১০ টায় খুলনা খানজাহান আলী থানা ধীন গফফার ফুট মোড় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । র্যালিটি গফফার ফুডমোড় হইতে খুলনা বন্ধকৃত মহসেন জুট মিলস এর গেটে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায়র মাধ্যম দিয়ে শেষ হয়।
বেসরকারি পাট , সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাইফুল্লাহ তারেকের পরিচালনায়। এ সময় বক্তব্য রাখেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক ফেডারেশনের নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দিন, শ্রমিক ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, সাইফুল ইসলাম, আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সভাপতি কাবিল হোসেন, সাধারন সম্পাদক ও মোঃ নিজামউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাগজি ইব্রাহিম, শ্রমিক নেতা আলী আকবার মোড়ল , আবু জাফর, মঙ্গল শেখ,শেখ বাবুল হোসেন প্রমুখ । মহান মে দিবসের আলোচনা সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন সাত বছরের অধিক সময় ধরেব্যক্তি মালিকানা ধীন জুট মিল বন্ধ থাকলেও শ্রমিকের গ্রাজুয়েটি সহ চূড়ান্ত পাওনা এখনও পরিশোধ হয়নি । এই মহামারী করোনার ২য় ধাপে শ্রমিক পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে , পবিত্র ঈদ উল ফিতরের পুর্বে ব্যক্তিমালিকানা জুট মিলের শ্রমিক কর্মচারিদের চুড়ান্ত পাওনা পরিশোধের জোর দাবি জানান । ঈদের পুর্বে মহসেন জুটমিল সহ বন্ধ মিলের সকল পাওনা পরিশোধ না করা হলে কঠিন কর্মসূচি সহ ঈদের নামাজ রাজপথে পড়া হবে বলেও শ্রমিক নেতৃবৃন্দ জানান
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]