মিহির রঞ্জন বিশ্বাস ফুলতলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ খুলনা শিল্পাঞ্চলের রাষ্ট্রয়ত্ব বন্ধকৃত আলিম জুট মিলের অবসান, অবসর কৃত ও বদলি শ্রমিকদের ৬৪ সপ্তাহ মজুরি ও কর্মচারীদের ১১ মাসের বেতন সহ মিল চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির উদ্যোগে ৩ জানুয়ারি সোমবার সকাল এগারোটা হইতে বারোটা পর্যন্ত ১ ঘন্টা খুলনা রাষ্ট্রয়ত্ব আলিম জুট মিলের গেটের সামনে খুলনা-যশোর মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে শত শত শ্রমিক কর্মচারীর উপস্থিতিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।জাতীয় শ্রমিক ফেডারেশনের খানজাহান আলী থানা কমিটির সভাপতি মোঃ আমিরুল সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড হারুন-অর-রশিদ মল্লিক ।আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি জেলা কমিটির কমরেড আলাউদ্দিন মিয়া ,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি খানজাহান আলী থানা কমিটি কমরেড আব্দুস সাত্তার মোল্লা , আলিম জুটমিল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ,শ্রমিক নেতা আবদুস সালাম জমাদ্দার ,আওয়ামী লীগ নেতা আনোয়ার সরদার, আন্দোলন পরিচালনা কমিটির সদস্য কামরুজ্জামান । আটরা গিলাতলা ইউপি সদস্য বকতিয়ার ,মহিলা ইউপি সদস্য রাজিয়া, শ্রমিক নেতা মুজিবর রহমান, জাকির সরদার প্রমুখ।বক্তারা এ সময় আগামী ১৫ দিনের মধ্যে আলিম জুট মিলের শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা না হলে সকল শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এই মানববন্ধন থেকে আগামী ৬ জানুয়ারি সকাল ১১ টায় লাল পতাকা মিছিলের ঘোষণা দেন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]