শিরোমণি ডেস্ক রিপোর্ট: অভিনেত্রী শাহনাজ খুশি সকালে রমনা পার্কে হাঁটতে বের হন। গত মঙ্গলবারও বের হয়েছিলেন।
সেদিন হাঁটাহাঁটি শেষে ফিরছিলেন ইস্কাটনের বাসায়। এমন সময় নিউ ইস্কাটনের রাস্তায় পেছন দিকে থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা শাহনাজ খুশিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। চোখ, কপালসহ শরীরে আঘাত পান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক চোখের ঠিক ওপরে ১০টি সেলাই দিয়েছেন। প্রথম আলোকে আজ শুক্রবার সন্ধ্যায় খবরটি জানিয়েছেন শাহনাজ খুশির ছেলে অভিনয়শিল্পী দিব্য জ্যোতি।
দিব্য জ্যোতি জানালেন, ‘মা সব সময় সকালে রমনা পার্কে হাঁটতে বের হন। ওই দিনও গিয়েছিলেন। আমরা তখন ঘুমে। হঠাৎ দেখি মা ডান চোখের ওপরে ওড়না চেপে ঘরে ঢোকেন। সবাইকে ডাকছেন। দেখি মায়ের পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে। অনর্গল রক্ত ঝরছে।
ওই সময় ড্রাইভারও নাই। কী করব বুঝে উঠতে পারছিলাম না। কোথায় নিয়ে যাব এত সকালে। এরপর আমি নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হাসপাতালে যাই। চিকিৎসকও মায়ের এমন অবস্থা দেখে ঘাবড়ে যান। মাকে ১০টি সেলাই দেওয়া লাগে।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]