মেহেদী হাসান রিয়াদ,কুমিল্লা,প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি প্রাচীন খেলার মাঠে সরকারি গুচ্ছগ্রাম (আশ্রয়ন প্রকল্প) করার প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের লোকজন।রোববার বিকালে দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর খেলার মাঠেই ওই মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে মাঠ দখল করে গুচ্ছগ্রাম করার প্রতিবাদে রোববার সকালে এলাকাবাসীর পক্ষে স্থানীয় রফিকুল ইসলাম সরকার স্বাক্ষরিত একটি চিঠি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রদান করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন,শামসুল হক, গৌরাঙ্গ পাল, জামাল সরকার, রফিকুল ইসলাম সরকার, সফিউল্লাহ মুন্সী, হোসেন মুন্সী, আনিসুর রহমান খন্দকার,আবদুল মবিন, রুবেল সরকার, শামীম মুন্সী।বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনিয়নের সাইতলা, কটকসার,উখাড়ি,বেতরা ও সৈয়দপুরসহ আশপাশের এলাকার লোকজন এ মাঠে খেলাধূলা করে থাকে। অতীতে একাধিকবার এ মাঠে সরকারি স্থাপনা করার চেষ্টা করা হয় কিন্তু এলাকাবাসীর প্রতিবাদের মুখে তা সম্ভব হয়নি। সম্প্রতি এ মাঠে সরকারি আশ্রয়ন প্রকল্প করতে উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নেয়া হয়। এতে ভ্যাকু দিয়ে মাঠি কাটা শুরু হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং বাঁধার মুখে ভ্যাকু সরিয়ে ফেলা হয়।এলাকাবাসী মাঠ রক্ষায় প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন বলেও মানববন্ধনে ঘোষণা করা হয়।