বিনোদন ডেস্ক :সুইমিং পুলে স্বামীর সঙ্গে জলকেলির অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মিথিলা। কিছুদিন আগেই বাংলাদেশ থেকে কলকতায় ফিরেছেন আলোচিত এ দম্পতি। কলকাতায় গিয়েই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি।
তা দেখে আঁচ করা যায়, মেয়ে আইরাকে নিয়ে হাসিখুশিই কাটছে যেন সৃজিত-মিথিলার সংসার। কারণে সুইমিং পুলের আন্তরঙ্গ দৃশ্যে সৃজিত-মিথিলার সঙ্গে দেখা গেছে ছোট্ট আইরাকেও।
২০১৯ সালের ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন সৃজিত-মিথিলা।