মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় তিতাসের অভিযানে গুঁড়িয়ে দেয়া হয়েছে চুনা তৈরির অবৈধ ২টি কারখানা। অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী।
রবিবার (৯ মার্চ) বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর ও বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।
টেঙ্গারচর ও বালুয়াকান্দি ইউনিয়নের মোট ২টি চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ স্কেভেটারের মাধ্যমে কারখানা দুইটি গুড়িয়ে দেয়া হয়।এবিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায় জানান, সকাল থেকে উপজেলার কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভাটেরচর এবং বালুয়াকান্দি এলাকায় ২টি অবৈধভাবে পরিচালিত ২টি চুন তৈরির কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কারখানা দুটির মালিক কৌশলে পালিয়ে যাওয়ায় তাঁদের জরিমানা করা যায়নি।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন গজারিয়া ফায়ার স্টেশনের ফয়ার ফাইটার ও গজারিয়া থানার পুলিশের একটি টিম।
Notifications