গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন দুইজন রোগী ভর্তি হয়েছেন।
আজ বুধবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) ই-এম আই এস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ১৫৭জন। এরই মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৫৫ জন। ১৫৭ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩০ জন ও বেসরকারি হাসপাতালে ৪৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৮২ জন ভর্তি হন।
এর আগে, ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১০৫ জন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]