ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুল আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্গণ, রচনা ও ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সকাল ৮টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা, সাড়ে ৯টায় সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং সকাল সাড়ে ১০টায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, আবৃত্তিকার ও গভ. ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক সন্তোষ কুমার ঢালী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক কবীর আলম খান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আবু হানিফ। বক্তৃতা করেন সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম, এস এম সাইফুজ্জামান, অরবিন্দ হালদার, নবকুমার রায়, এস এম তৈমুর রেজা, মো. সামছুর রহমান, সনজয় কুমার মন্ডল, সহকারি শিক্ষক মোস্তফা যুবাইর আলম, শারাফুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।