মো. রুবেল আহমেদ. বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল।
কুরবানী ঈদ উপলক্ষে সবার নজর কেড়েছে, গোপালপুর উপজেলা প্রাণীসম্পদ অফিস কর্তৃক পুরস্কারপ্রাপ্ত গোপালপুরের রাজা নামের গরু, বিশালদেহী আনুমানিক ১২০০ কেজি ওজনের বেশি ফ্রিজিয়ান জাতের এই গরুটি, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের, মোহাইল গ্রামের ফিরোজ সরকারের খামারে গরুটি সযত্মে লালন পালন করা হচ্ছে।
গরুটি দেখতে প্রতিদিন অনেক মানুষ ফিরোজ সরকারের বাড়িতে ভীড় জমায় ।
ফিরোজ সরকার জানান, ৬দাত বয়সী ফ্রিজিয়ান জাতের গরুটি, নিজ খামারের গাভীতে কৃত্তিম প্রজননের মাধ্যমে জন্ম নেয়। গরুটিকে কোন প্রকার রাসায়নিক বা ইনজেকশন প্রয়োগ ছাড়াই, সম্পুর্ন প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে।
প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হয়, কাঁচা ঘাস, খড়, ভুষি, বিচি কলা, ভুট্টা ইত্যাদি ।
জানা যায়, নিজ খামারে জন্ম নেয়া বাছুরটি নিজ সন্তানের মতোই পরম মমতায় লালন পালন করেছেন, ওর জন্য নিজস্ব ঘাসের বাগান করা হয়েছে।
মোহাইল গ্রামের বাসিন্দা হায়দর আলী বলেন, যারা বড় গরু কুরবানী দেন, তারা যেন গরুটি কিনে নেয়, বিশালদেহী গরু হাটে নিয়ে বিক্রি অনেক কষ্টের, সঠিক ক্রেতা পেলে উচ্চ দাম চাইবেন না তিনি। এটার ন্যায্য দাম পেলে ভবিষ্যতে বড় গরু লালন পালনে আগ্রহ বাড়বে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরীফ বাসেত জানান, আমার জানামতে গরুটির কোন সমস্যা নেই, বাড়িতে যেয়ে এটার দেখাশোনা করেছি, গরুটি উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]