গাইবান্ধা জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বুক চিরে বয়ে গেছে বাঙ্গালী নদী। চিরচেনা এ নদীতে নানা কারণে কমে যায় পানির প্রবাহ। দেখা দেয় নাব্যতা সংকট। নদীর নাব্যতা সংকট নিরসনে ৩৫ কোটি টাকা ব্যয়ে শুরু করা হয়েছে পুনঃখনন ও তীর সংরক্ষণ কাজ। জানা যায়, নদী সিস্টেম ড্রেজিং বা পুনঃখননসহ তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় সাঘাটার বাঙ্গালী নদী পুনঃখনন ও নদীর অন্যান্য কাজ স¤পাদনে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। প্রকল্পের ১৮ নং প্যাকেজে গাইবান্ধার সাঘাটা-গোবিন্দগঞ্জ থেকে বগুড়ার সোনাতলা পর্যন্ত ১১ থেকে ২৪ কিলোমিটার ড্রেজিং ও ব্লক স্থাপনসহ আরও অন্যান্য কাজ করা হবে। নদীর তীর সংরক্ষণে বসানো হবে ব্লক, যা তৈরি করা হচ্ছে। কাজ করছে শামীম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরিকল্পনা অনুযায়ী বাঙ্গালী নদীর পুনঃখনন ও তীর সংরক্ষণসহ অন্যান্য কাজ স¤পন্ন হলে ভাঙনের তীব্রতা হ্রাস পাবে। নিশ্চিত হবে নাব্যতা। অবাধে চলাচল করতে পারবে নৌযানসহ মালবাহী জাহাজগুলো। রক্ষা পাবে প্রাকৃতিক স¤পদ। এছাড়াও টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন হবে। নদী তীরের বাসিন্দা খয়বার রহমান বলেন, এখন পর্যন্ত পুনঃখনন ও তীর সংরক্ষণসহ অন্যান্য কাজগুলো সঠিকভাবে করা হচ্ছে। এভাবে স¤পন্ন হলে নদীর তীরবর্তী পরিবারগুলো নিরাপদে বসবাস করতে পারবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বাদল মিয়া ও তানজিমুল ইসলাম তুষার বলেন, কাজটি বাস্তবায়ন কল্পে নিরলসভাবে কাজ করা হচ্ছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, প্রকল্পটি সেনা প্রকল্প ক্যা¤েপর তত্ত্বাবধায়নে বাস্তবায়িত হচ্ছে।