এস এম শাহাদৎ হোসাইন গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাইবান্ধা জেলা প্রতিনিধি:‘কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। গত ৯ আগস্ট সোমবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালরা তাদের ঐতিহ্যবাহী নাচ-গানের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করেন। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম ভ‚মি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, আদিবাসী ইউনিয়ন ও জনউদ্যোগ গাইবান্ধার যৌথ আয়োজনে গাইবান্ধা জেলা শহরের নাট্য সংস্থার সম্মুখে এবং গোবিন্দগঞ্জ কাটামোড়ে পৃথকভাবে নৃগোষ্ঠীর সদস্যরা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী করে। এতে নিজেদের ঐতিহ্য সাঁজে সজ্জিত হয়ে সাঁওতাল নারী-পুরুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভ‚মি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহŸায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাসদের গাইবান্ধা জেলা শাখার সাধারণ স¤পাদক জিয়াউল হক জনি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সনাকের সদস্য জিয়াউল হক কামাল, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, রবিদাস ফোরামের সাধারণ স¤পাদক খিলন রবিদাসহ প্রমুখ।