গাইবান্ধা জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার মাঠজুড়ে নজর কাড়ছে শসা ফসলের ক্ষেত। যে ক্ষেতে ঝুলছে কৃষকের স্বপ্ন। স্বপ্নের এই শসা প্রতিকেজি ৭ টাকা দামে বিক্রি করছে কৃষকরা। গত ২৪ মে সোমবার দুপুরে গাইবান্ধার ধাপেরহাট ইউনিয়নের গঙ্গা নারায়ণপুর এলাকায় দেখা যায় কৃষকদের শসা বিক্রির ব্যস্ততা। পাইকাগণ সরাসরি কৃষকের কাছ থেকে শসা কিনে তা পাঠাচ্ছেন রাজধানী ঢাকায়। প্রতিকেজি শসা পাইকারি বিক্রি হচ্ছে ৭ টাকা দামে। তবু কৃষকগণ খুশি। গত বছর প্রতি কেজি শসা বিক্রি হয়েছে ৩ টাকা দামে। এ বছর অতিরিক্ত গরম হওয়া শসার চাহিদা বেড়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ শসা বিক্রি করে লাভবান হচ্ছে কৃষকরা। সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকার গঙ্গা নারায়ণপুর গ্রামের কৃষক সুজা মিয়া বলেন, চলতি মৌসুমে এক বিঘা জমিতে শসা চাষ করেছি। এতে প্রায় ১০০ থেকে ১৩০ মণ ফলন পাওয়া যাবে। আর খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। শসার দাম যখন বেশি থাকে, তখন উৎপাদন হয় কম। আর উৎপাদন বেশি হলে দাম কমতে থাকে। পাইকারি ব্যবসায়ী আতিক প্রধান বলেন, কৃষকদের কাছ থেকে ২৫০ থেকে ৩০০ টাকা মণ দরে শসা কেনা হচ্ছে। এসব শসা ট্রাকে করে ঢাকায় পাঠানো হচ্ছে। গাইবান্ধা কৃষি বিভাগের উপ পরিচালক মাসুদুর রহমান বলেন, চলতি মৌসুমে জেলায় ৩০০ হেক্টর জমিতে শসা চাষ করা হয়েছে। ইতিমধ্যে এ ফসল বিক্রিও করতে শুরু করেছে কৃষকগণ। তাদের লাভবান করতে প্রণোদনা দেওয়াসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।