রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
গাইবান্ধায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
মাইদুল ইসলাম জেলা প্রতিনিধি গাইবান্ধা দৈনিক শিরোমণিঃ গাইবান্ধায় ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ র্মাচ) সকালে এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এসময় জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ, গাইবান্ধা পৌরসভা, জেলা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে জন্মবার্ষিকী কর্মসূচীর শুভ সূচনা করা হয়।বিভিন্ন কর্মসুচীর মধ্যে রয়েছে সরকারী-বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শত ক্ষুদে মুজিবের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান ও স্বাস্থ্যসেবাসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চুয়াল আলোচনা সভা। সেই সাথে জেলার সকল মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন মন্দির গীর্জায় এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও জেলা হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টান্ন ও উন্নতমানের খাবার পরিবেশন, সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে আলোকসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আতশবাজি, ফানুস উড্ডয়ন কর্মসূচী পালিত হয়।পরে শত পাউন্ডের কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র সহ অন্যরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.