মাইদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় মাদক মামলায় জেলাও দায়রা জজ আদালতে গোবিন্দগঞ্জের জহুরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীর ফাঁসি দণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন।
রোববার (৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন। আসামি জহুরুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দীনের ছেলে।
উল্লেখ্য, গত ২০১৯ সালের জুন ২ তারিখে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল হক পৌর এলাকার বস্তাপট্রি থেকে ২৫০ গ্রাম হিরোইনসহ জহুরুলকে আটক করে। এরপর দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রামাণে তার বিরুদ্ধে দোষ প্রমাণীত হওয়ায় গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ ধারার বিধি বিধান অনুযায়ী মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে দন্ডকার্যকরসহ এক লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ প্রদান করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]