মাইদুল ইসলাম জেলা গাইবান্ধা প্রতিনিধি দৈনিক ষিরোমণিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রণোদনা কর্মসূচি ১০০ টি ৫০ একরের সমলয় ব্লক চাষাবাদের আওতায় জেলার ১ টি সমলয় ব্লক চাষাবাদের যন্ত্রের মাধ্যমে রোপন শুরু করেন কৃষিবিদ বেলাল উদ্দিন,উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা। রবিবার সকালে গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের খোর্দ্দ মালিবাড়ী মানাসের পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার আল ইমরান,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা – আঃ সবুর,উপ-সহকারী কৃষি অফিসার এটিএম মশিউর রহমান প্রমুখ।উপপরিচালক বেলাল উদ্দিন জানান, বোরো ধান সমলয় চাষাবাদের লক্ষ্যে লক্ষীপুর এলাকায় প্রাথমিকভাবে ১৫০ একর জমিতে চারা রোপনের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। এটি অর্জনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে তিনি আরও বলেন, সমকালে ঘটিত বা একযোগে কৃষকের ফসল উৎপাদন করা লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এটি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া এ কার্যক্রমে সহজে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের অধিক ফলন ঘরে তোলা সম্ভব।